বিএনপি নেতাদের বিরুদ্ধে ফরমায়েশী রায় দিয়ে আন্দোলন প্রতিহত করতে চায় সরকার : ফখরুল
- আপডেট সময় : ০১:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ১৬৪২ বার পড়া হয়েছে
সরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে ফরমায়েশী রায় দিয়ে আন্দোলনকে প্রতিহত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। সরকার আইনের শাসন, গণতন্ত্র, অর্থনীতি সবকিছুই ধ্বংস করেছে; তাই তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার আর অধিকার নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা জানাতে ছোট ছোট মিছিল নিয়ে, রাজধানীর শেরে বাংলানগরে জিয়াউর রহমানের মাজারে আসেন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।
শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষে মাজারে ফুলেল শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তার আত্মার মাগফেরাত কামনায়, বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, বিএনপির চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে নানা কৌশল নিচ্ছে সরকার।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে আবারও হুশিয়ারি দেন তিনি।
যত বাধাই আসুক দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপিরে আন্দোলন চলবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।