বিএনপি নেতাদের বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা নেই : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৪০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / ১৬৩১ বার পড়া হয়েছে
বিএনপি নেতাদের বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা নেই। নানা অপরাধের মামলায় জেলে বন্দী দলটির নেতাকর্মীরা। কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ কোন দলের ওপর প্রতিশোধ পরায়ণ হয়ে কিছু করে না বলেও জানান তিনি। শেখ হাসিনা বলেন, অর্থনৈতিকভাবে উন্নতি হয়েছে বলেই দেশের মানুষ এখন ডাল-ভাত নয় বরং মাছ-ভাতের দাম নিয়ে চিন্তা করে।
কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটি নেতাদের সাথে গণভবনের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের বিভিন্ন ঐতিহ্য আর ঐতিহাসিক সংগ্রামের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ফসলের উৎপাদন বাড়িয়ে বিদেশ নির্ভরতা আওয়ামী লীগ সরকার কমিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেছিল কৃষক লীগ। বিএনপি না পারলেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আওয়ামী লীগ দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করার উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্য বিনা জামানতে ব্যাংক ঋণসহ সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা সুবিধা। বিএনপির কড়া সমালোচনা করে শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর থেকে খালেদা জিয়া পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা নির্যাতন করেছে।
পরে কৃষকলীগের নেতাদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।