বিএনপি নিজেরাই অফিসে তালা মেরেছে, চাইলে তালা খুলে অফিস করতে পারে : ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ১২:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৭০৮ বার পড়া হয়েছে
বিএনপি নিজেরাই তাদের কেন্দ্রীয় কার্যলয়ে তালা মেরে রেখেছে। তারা চাইলে তালা খুলে অফিস করতে পারে, বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, নিরাপত্তার অংশ হিসেবে বিএনপি অফিসের সামনে ১২ মাসই পুলিশ থাকে।
সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবরোধ-হরতালে দগ্ধদের দেখতে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, গত ২৮ অক্টোবর সংঘর্ষের মধ্যে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর পুলিশ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তখন থেকেই কার্যালয়ের গেইটে তালা ঝুলছে। নেতা-কর্মীরা কেউ কার্যালয় আসছেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতাদের অনেকে গ্রেপ্তার হয়েছেন, বাকিরা আছেন আত্মগোপনে। অজ্ঞাত স্থান থেকে প্রতিদিন ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে দলের পক্ষে বিবৃতি এবং কর্মসূচি ঘোষণা করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঝটিকা মিছিল ছাড়া তাকেও বাইরে দেখা যাচ্ছে না।
এদিকে..তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বর্তমান সরকারের পদত্যাগসহ নানা দাবিতে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি। কাল বুধবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলবে এই কর্মসূচি। সোমবার এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন–এক দফা দাবি আদায়, নিহত কর্মীদের ‘হত্যার’ বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারাদেশে গ্রেপ্তার ‘হাজারো’ নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে ১৫ নভেম্বর বুধবার সকাল ৬টা থেকে ১৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে নামা অন্য দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার চেয়ে এর আগে বিএনপি সারা দেশে একদিন হরতাল ও ৯ দিন অবরোধ কর্মসূচি পালন করে।