বিএনপি নিজেদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সরকারকে চাপ দিয়ে বিএনপি নিজেদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীতে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় জঙ্গী ছিনিয়ে নেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিগগিরই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া যাবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হবে ঢাকায় । তাই উত্তাপ বাড়ছে ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির কর্মসূচি কেন্দ্র করে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে চায় বিএনপি আর সোহরাওয়ার্দী উদ্যানে চায় সরকার। এ নিয়ে তৈরি হয়েছেএক ধরনের অনিশ্চয়তা।
ঢাকাক্লাবে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে হবে বিএনপিকে। এছাড়া এতো বড় জমায়েত রাজধানীতে সম্ভব না ।
জঙ্গী ছিনিয়ে নেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া গেলে দ্রুতই তাদের অবস্থান জানা যাবে বলে আশা করেন তিনি।
আনসার আল ইসলামের সামরিক শাখা প্রধান ও একাধিক মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বহিষ্কৃত মেজর জিয়া কৌশলে লুকিয়ে থাকলেও শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।