বিএনপি না এলেও সময়মতো নির্বাচন হবে : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বিএনপি নির্বাচনে না এলেও সময়মতো আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সাম্প্রদায়িক অপশক্তির সহিংসতায় ক্ষতিগ্রস্থ পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে উপহার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাজনীতির মাঠে পরাজিত হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি দেশের সম্প্রীতি নষ্ট করছে বলেও অভিযোগ করেন তিনি।
সাম্প্রদায়িক হামলায় নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা সতর্ক থাকলে এমন সাম্প্রদায়িক হামলা হতো না।
আগামী নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে দেখে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পরাজিত শক্তি।
সাম্প্রদায়িক শক্তি নির্মুলে নেতা-কর্মীদের সোচ্চার থাকার পরামর্শ দেন তারা।