বিএনপি-জামায়াত এক হলে সরকারের পতন ঘটতে ১৫ দিন লাগবে : এলডিপি সভাপতি
- আপডেট সময় : ০৮:০০:০৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াত একসাথে আন্দোলন করলে এই সরকারের পতন ঘটাতে ১৫ দিনের বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
আর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি না মানলে এবং সব রাজবন্দীর মুক্তি না দিলে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটানো হবে, বলে হুঁশিয়ার করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, রাজধানীতে আলাদা অবস্থান কর্মসূচিতে তারা এমন মন্তব্য করেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ১২ দলীয় জোট ।
কর্মসূচিতে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হয় তারা। এসময় তিনি সব কারাবন্দী সাংবাদিক, আলেম এবং রাজবন্দীর মুক্তির দাবি জানান।
একই দাবিতে রাজধানীর পূর্ব পান্থপথে অবস্থান কর্মসূচিতে এলডিপি’র সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, জনগণের জীবন নরকে পরিণত হয়েছে।
বলেন, নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের ব্যবস্থা করে, ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।