বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ বিরান ভুমিতে পরিণত হবে: আইনমন্ত্রী
- আপডেট সময় : ১০:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১৭০৫ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ বিরান ভুমিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় এ মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, এখনও দেশে-বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে আবারও আওয়ামী লীগকে জয়ী করার আহবান জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে সম্প্রতি বাংলাদেশ।সভায় বঙ্গবন্ধুকে হত্যার পেঁছনে জড়িত দেশী-বিদেশী কুশিলবদের চক্রান্ত তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বিএনপি, সেই ধারা এখনো অব্যাহত রেখেছে তারা।
জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বিচার না করে এবং খুনিদের পৃষ্ঠপোষকতা করে প্রমাণ করেছেন এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তিনি ।
সকল ষড়যন্ত্র রুখে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় করতে না পারলে দেশ বিরানভুমিতে পরিণত হবে বলে মন্তব্য করেন আনিসুল হক ।