বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস প্রতিরোধের ঘোষণা যুবলীগের

- আপডেট সময় : ০৬:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
যে কোন মূল্যে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস প্রতিরোধের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হরতালের ২য় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা। আগামী নির্বাচনে পঞ্চম বারের মতো শেখ হাসিনাকে জয়ী করেই ঘরে ফিরবেন বলে জানান নেতারা। ঘড়ির কাটায় যখন বেলা সাড়ে বারোটা, ঠিক তখন রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চক্করে মিছিল বের করে যুবলীগ নেতাকর্মীরা।
এর আগে শান্তি সমাবেশে দেয়া বক্তব্যে তারা বলেন, নির্বাচনের আগ র্যন্ত রাজপথে সতর্ক অবস্থানে থাকবে যুবলীগ। মিরপুর দারুস সালাম টাওয়ারের সামনেও ছিল হরতাল বিরোধীদের সতর্ক অবস্থান। স্কুল শিক্ষার্থীদের পরীক্ষার সময় লাগাতার অবরোধের কঠোর সমালোচনা করেন তারা। ঢাকার উত্তরের প্রবেশদ্বার খ্যাত গাবতলী বাস টার্মিনালেও অবরোধ বিরোধী মিছিল করে যুবলীগ। বিএনপি জামায়াতের যে কোন নৈরাজ্য প্রতিহতের প্রত্যয় ছিল তাদের কণ্ঠে। রাজধানীর কালশীতে হরতাল বিরোধী সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ। মিরপুর সাড়ে এগারোতেও ছিল হারতাল বিরোধী শান্তি সমাবেশে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতিত।