বিএনপি-জামায়াতের অবরোধকে সবাই বুড়ো আঙুল দেখিয়েছে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ১৮১৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাথে সমঝোতা হলে, জোটকে কিছু আসন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াতের অবরোধকে সবাই বুড়ো আঙুল দেখিয়েছে। এতে বিএনপির লজ্জাও হারিয়ে গেছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
রাজধানীর সচিবালয়ে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি-এর ফিচার সংকলন.. এসডিজি ও উন্নয়নমূলক বইয়ের উন্মোচন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ধ্বংসাত্মক ও অপরাজনীতি থেকে বেরিয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে।
এদিকে.. দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে আনার কৌশল জানা নেই। তবে দলটি নির্বাচনে এলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। নির্বাচনে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেবে আওয়ামী লীগ, তবে সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।