বিএনপি জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে অপতৎপরতায় লিপ্ত : কাদের
- আপডেট সময় : ০১:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / ১৫৯০ বার পড়া হয়েছে
দেশবিরোধী অপশক্তি বিএনপি জনগনের ভোটাধিকার নসাৎ করতে অপতৎপরতায় লিপ্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথসভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটের সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকার স্থিতিশীল ছিল বলেই দেশের এত উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু হত্যার মাধ্যমেই এদেশের গণতন্ত্র হত্যা শুরু হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ২০ বার প্রধানমন্ত্রীকে হত্যার যড়যন্ত্র হয়েছে, অথচ বিএনপির খালেদা জিয়া বা প্রথম সারির কোন বিএনপির নেতাকে রাজনৈতিকভাবে হত্যার ষড়যন্ত্র হয়নি। আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে না বলেও জানান তিনি।