বিএনপি গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫০১ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংলাপ নিয়ে ক্রমাগতভাবে বিভ্রান্তি ছড়িয়ে বিএনপি প্রমাণ করছে গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না তারা।
দুপুরে সচিবালয়ে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নারায়ণগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তৈমূর আলম খন্দকারের পরাজয় আঁচ করতে পেরেই তাকে দলের বিভিন্ন পদ থেকে অব্যাহতি দিয়েছে তারা। এছাড়া ৩২ জেলায় সমাবেশ শেষে ‘আওয়ামী লীগকে জনগণ চায় না’– বিএনপি মহাসচিবের এমন মন্তব্যেরও জবাব দেন ড. হাছান মাহমুদ। এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন এন্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশের সাথে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।