বিএনপি ও সমমনারা কোটা আন্দোলনে ভর করেছে : কাদের
- আপডেট সময় : ০৪:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
কোটার বিষয়ে উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের রাস্তাঘাট বন্ধ করার মতো কর্মসূচি পরিহার করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে আদালত রায় দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। গত জুনে ৭ জন মুক্তিযোদ্ধার সন্তান আদালতে গেলে কোটা পুর্নবহাল করেন আদালত। এটা উচ্চ আদালতে বিচারাধীন। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত মানুষের ভোগান্তি করে রাস্তাঘাট বন্ধ করার পথ পরিহার করা উচিত। এর আগেও যে কোটা আন্দোলন হয়েছিল, সেখানে ৩১ জন নেতা সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি’, যোগ করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি ও সমমনারা কোটা আন্দোলনে প্রকাশ্যে ভর করেছে। এর রাজনৈতিক রং বলার অপেক্ষা রাখে না। এটা কোনো ষড়যন্ত্র আছে কি না তা আন্দোলনের গতিধারায় সময় বলে দেবে। এ ছাড়া পেনশন ব্যবস্থায় সবার জন্য যা ভালো হয়, সরকার সেই সিদ্ধান্ত নেবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।