বিএনপি ইফতার পার্টিতে আ’লীগের অপপ্রচার ও মিথ্যাচার করছে : কাদের
- আপডেট সময় : ০৪:১৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ১৬৩০ বার পড়া হয়েছে
বিএনপি ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্র হনন, অপপ্রচার ও মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির হৃদয়ে পাকিস্তান আর আওয়ামী লীগের হৃদয়ে বাংলাদেশ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিরতণ অনুষ্ঠানে একথা বলেন ওবায়দুল কাদের। বিদেশী শক্তি দিয়ে বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করেছিলো উল্লেখ করে, শেখ হাসিনার জনকল্যাণমূখী রাজনীতি তাদের অন্ধকারে ফেলেছে বলে দাবি করেন তিনি।
বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি বড় বড় হোটেলে ইফতার পার্টির আয়োজন করে আর দলের সভাপতির নির্দেশে ইফতার পার্টি না করে, সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করছে আওয়ামী লীগ।
দিল্লির শাসন মেনে নিতে আওয়ামী লীগ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাব দেন তিনি।
বিএনপিকে মিথ্যাচার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে, তাদের নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চান ওবায়দুল কাদের।