রাজধানীতে আজ বিএনপিসহ সমমনা দলগুলোর গণমিছিল
- আপডেট সময় : ০১:৩৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে আজ গণমিছিল করবে বিএনপি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি বিকেল ৩টায় আলাদাভাবে গণমিছিল বের করবে। আন্দোলনে থাকা সমমনা দলগুলোও একই সময়ে গণমিছিল করবে। ঢাকা উত্তর বিএনপির গণমিছিল শুরু হবে বিকেল ৩টায়- উত্তর বাড্ডার সুবাস্তু নজর ভ্যালির সামনে থেকে। গণমিছিলটি রামপুরা হয়ে আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হবে। নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ঢাকা দক্ষিণের গণমিছিলের নেতৃত্বে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে গণমিছিল গিয়ে শেষ হবে মালিবাগ রেলগেটে।
গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সংবিধান পরিবর্তনের মাধ্যমে সরকার ক্ষমতা চিরস্থায়ী করার যে দিবাস্বপ্ন দেখছে, তা জনগণ কখনো পূরণ হতে দেবে না বলেও জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। এ সময় আমীর খসরু আরো বলেন, আওয়ামী মডেলের লুটপাটের অর্থনীতি দিয়ে দেশের মেরুদণ্ড ধংস করে দিয়েছে সরকার। সেই সাথে বিচার বিভাগ, গণতন্ত্র, আমলাতন্ত্রসহ দেশের প্রতিটি ইনস্টিটিউটও ধংস করে দিয়েছে তারা। এ সরকারকে অচিরেই বিদায় করে দেশে আবার গণতন্ত্র,ন্যায়বিচার ও সুশাসন ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।