বিএনপির সাথে সংলাপের প্রশ্নই উঠে না: তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির সাথে সংলাপের প্রশ্নই উঠে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, বিএনপির মুখে আন্দোলনের কথা বললেও ভিতরে ষড়যন্ত্র করছে। ঢাকা ও কুষ্টিয়ায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পরে বিএনপির আন্দোলন ও সংলাপের বিষয়ে কথা বলেন তিনি।
গণঅধিকার পরিষদ নেতাদের পালটা পালটি সংবাদ সম্মেলন প্রসঙ্গেও কথা বলেন ড. হাছান মাহমুদ। এদিকে, কুষ্টিয়ায় নিজ বাসভবনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, বিএনপি আর জামায়াত হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ।