২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে ঘিরে নতুন সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০১:১৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৮৪০ বার পড়া হয়েছে
২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে ঘিরে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেদিন ঢাকার প্রবেশ মুখে চেকপোস্ট থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান। অন্যদিকে রেবের ডিজি সাংবাদিকদের জানিয়েছেন, জানমালের নিরাপত্তার কথা ভেবে সেদিন রাজধানীর প্রবেশ করতে হলে তল্লাশীতে সহযোগিতা করতে হবে।
যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ অক্টোবর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ রয়েছে।
এদিকে, ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির বিপুল প্রস্তুতি, জামায়াতসহ অন্যান্য দলেরও একই দিনে সমাবেশ করার ঘোষণা থেকেই এমন বিবেচনা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ওই সময় রাজধানী ঢাকার রাজপথ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে ‘আক্রমণাত্মক’ হওয়ারও প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগে। বিএনপির নানা ঝামেলা মোকাবিলায় পাল্টা শক্তি দেখাতে চায় দলটি।