বিএনপি’র শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়া হবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি’র গণভবন ঘেরাও কর্মসূচিতেও বাঁধা দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, নাশকতা হলে তা প্রতিহত করা হবে বলেও সতর্ক করেন তিনি।
বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের যৌথ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এ সব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় থাকলে সন্ত্রাস, দুর্ণীতি আর বিদেশে অর্থপাচার হয় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ মানেই মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দেশের সব মানুষকে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সঞ্চয়ী হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আগামীতে আবারও বন্যার আশংকা রয়েছে জানিয়ে, সবাইকে তৈরি থাকারও আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা ভোগের জন্য নয়, জনগণের সেবাই আওয়ামী লীগের রাজনীতির একমাত্র লক্ষ্য। সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে ভাচুর্য়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো দেয়া এই পদক প্রদান করা হয় ২৭ কর্মকর্তা ও চার প্রতিষ্ঠানকে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রাপ্ত ২৭ কর্মকর্তা ও চার প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
পদক প্রদানের পর প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যানই হচ্ছে আওয়ামী লীগের লক্ষ্য। তিনি জনগণের সেবক হিসেবে সরকারি কর্মচারীদের কাজ করার নির্দেশ দেন।
দেশকে এগিয়ে নিতে আগামীতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এজন্য প্রশাসনকে যুগোপযুগি করে গড়ে তোলা হচ্ছে।
করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও দক্ষ প্রশাসনের কারণে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
দেশের কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন থাকবে না বলে আবার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।