অতীতের মতো বিএনপির যে কোনো আঘাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে : কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ১০:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
অতীতের মতো বিএনপির যে কোনো আঘাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, স্বাধীনতা ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা এখন সরকারের বিরুদ্ধে এক হয়েছে। তাদের মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে যোগ দেন দলের সভাপতিমন্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সমাবেশে বিএনপির যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের কঠোর অবস্থানের কথা জানান কেন্দ্রীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি- জামায়াতসহ ধর্মান্ধদের টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়ে বিদেশিদের বিভ্রান্ত করেছে আদিলুর রহমান। বিএনপির আন্দোলনের মালোচনা করে, রাজপথে এর মোকবিলার হুশিয়ারি দেন দলের এই শীর্ষ নেতা।