বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কাল
- আপডেট সময় : ১১:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আবদুল মঈন খান। আর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাধা আসলে, প্রতিহত করার কথা বলেছেন আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আওয়ামী লীগের জায়গা বিশ্বের কোথাও হবে না বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, জিয়াউর রহমানের সর্বদলীয় গণতান্ত্রিক রাষ্ট্রের ধারা ধ্বংস করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ দেশেও পরাজিত বিশ্বেও পরাজিত হয়েছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দেশ বাচাঁতে সামনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতি স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দেশকে বাঁচাতেহলে সরকারের পতন ঘটিয়ে সর্বদলীয় জাতীয় সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও জানান বক্তারা।