বিএনপির নেতৃত্ব নিশ্চিহ্নে ক্যাঙারু আদালত বসিয়েছে সরকার : রিজভী
- আপডেট সময় : ০১:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ১৮০৬ বার পড়া হয়েছে
সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ বিরোধী বিভিন্ন দল ও জোটের ১১তম দফার অবরোধ চলছে ঢাকাসহ সারা দেশে। টানা ৩৬ ঘন্টার এ কর্মসূচি চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
অবেরাধের সকালে সোয়া দুই ঘন্টার ব্যবধানে রাজধানীর গুলিস্তানে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিচারের নামে বিএনপি নেতা-কর্মীদের তড়িঘড়ি করে সাজা দিয়ে কারাবন্দি করলেও সরকারের শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসির আপিলে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা ফিরিয়ে দিয়ে সরকার ‘নির্বাচন নিয়ে খেলছে’ বলে অভিযোগ করেন তিনি। সকালে বিএনপির অবরোধের শুরুতে রাজধানীর বাংলা মোটর এলাকায় ঝটিকা মিছিল শুরুর আগে রিজভী বলেন, বিএনপির নেতৃত্ব নিশ্চিহ্ন করতে সরকার ক্যাঙ্গারু আদালত বসিয়েছে। সেখানে গায়েবি মামলার বিচার হচ্ছে দিনে-রাতে। গায়েবি মামলা দিচ্ছে পুলিশ, সাক্ষীও দিচ্ছে পুলিশ। আইনের তোয়াক্কা না করে প্রহসনের বিচারের নামে তড়িঘড়ি করে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক রায় দিচ্ছেন দলবাজ কিছু বিচারক।