বিএনপির নেতাকর্মীদের বন্যা কবলিত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান টুকুর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বিএনপির নেতাকর্মীদের বন্যা কবলিত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র বৈঠকে টুকু বলেন, বানভাসি মানুষের পাশে আছে তারা। নেতা-কর্মীরা বন্যাকবলিত এলাকায় গিয়ে রান্না করা খাবার এবং প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, সরকার বন্যাকবলিত মানুষের পাশে না থেকে নানা ধরনের আনন্দ আয়োজন নিয়ে ব্যস্ত।