কিশোরগঞ্জের বিএনপির মিছিলে পুলিশের গুলিতে বিএনপির দুই নেতা নিহত
- আপডেট সময় : ১২:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ২০৮৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির মিছিলে পুলিশের গুলিতে স্থানীয় বিএনপির দুই নেতা নিহত এবং অনেকে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। সকালে বিএনপির ডাকে চলমান তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পাঁচরুখী এলাকায় এ সংঘর্ষ হয়। অবরোধ সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে সাইনবোর্ডে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ মিছিল বের করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এ সময় বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করে অবরোধকারীরা। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
অবরোধ সমর্থনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির মিছিলে পুলিশে গুলিতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ এবং একই ইউনিয়নের কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া নিহত হয়েছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অবোরোধের প্রথম দিনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মিছিল থেকে গাড়ি ভাংচুর করে বিএনপি নেতাকর্মীরা। সকালে নগরীর সিটি গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হঠাৎ করেই বিএনপি নেতা মঞ্জুর আলমের নেতৃত্বে মিছিল বের হয়। এসময় অন্তত ১০ থেকে ১৫ টি গাড়ি ভাংচুর করা হয়। পরে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয়। এসময় অন্তত ১০ জনকে আটক করা হয়। এছাড়া ফিরিঙ্গীবাজার এলাকাতেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিএনপি। ভোরে ইপিজেড এলাকায় ও গতরাতে রাতে জিইসি এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।