বিএনপির কর্মসুচি নিয়ে আতঙ্কে দেশের মানুষ : কাদের
- আপডেট সময় : ০২:৫৮:০২ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
বিএনপির পৃষ্ঠপোষকতায় দেশে এখনো সক্রিয় রয়েছে গণতন্ত্র বিরোধী সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি। ১০ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে বাড়াবাড়ি করলে তাদেরকে আর ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ সব কথা বলেন তিনি।
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে বলা হয় ‘গণতন্ত্রের মানসপুত্র’। পাকিস্তানের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে মুসলিম লীগ সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করেন গণতন্ত্রকামী বরেণ্য এই নেতা।
৫৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাইকের্টের কাছে তাঁর সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে তিনি গণমাধ্যমকে বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন উদার ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মৃত্যুরহস্য এখনো অজানা রয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে রয়েছে বলে দাবি করেন তিনি। বিশৃঙ্খলা করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দিবসটি উপলক্ষে যুবলীগ, সেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের মহানগর ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।