নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি’র কর্মকাণ্ডই এই দলটিকে একদিন রাজনীতির আকাশ থেকে নির্বাসিত করবে।
দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়ামে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় মেলাগাছি বাসুদেবপুর মন্দির হতে মেলাগাছি গোরস্থান পর্যন্ত পাকা রাস্তার উদ্বোধনসহ ১২টি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এসময় খালিদ চৌধুরী আরও বলেন, স্বাধীনতাবিরোধীরা আবারো আগুন সন্ত্রাসের খেলায় মেতেছে। এসময় বোচাগঞ্জ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।