বিএনপির এমপিরা পদত্যাগ করলে সংসদ অচল হবে না : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বিএনপির সাথে পাল্টাপাল্টি কর্মসূচি নয়, দলের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সমাবেশ করছে আওয়ামী লীগ।
জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের প্রস্তুতি সভায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল কাদের জানান, এখন থেকে সপ্তাহে দুদিন গণভবনের বৈঠকে করবেন প্রধানমন্ত্রী। দলের সাধারণ সম্পাদক জানান, বিএনপির এমপিরা পদত্যাগ করলে সংসদ অকার্যকর হয়ে পড়বে না। তিনি বলেন, বিএনপির কোনো সভা সমাবেশে বাধা সৃষ্টি করেনি আওয়ামী লীগ। পরিবহনের ক্ষতি হবে এমন আশঙ্কায় ভীত হয়ে ধর্মঘট ডাকে মালিক-শ্রমিকরা।