বিএনপির আন্দোলন মানেই আগুনে পুড়িয়ে মানুষ হত্যা। সন্ত্রাস-লুট-অর্থপাচার ছাড়া তাদের কাছে জাতি কিছুই পায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারে শেখ কামাল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ছাড়া কক্সবাজারের উন্নয়ন কেউ করেনি। এর আগে কক্সবাজার সমুদ্র সৈকতে নৌ-বাহিনী আয়োজিত প্রথম আন্তর্জাতিক ফ্লিট রিভিউ উদ্বোধন করেন শেখ হাসিনা। এদিকে..প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে চলাচল নিষিদ্ধ করা হয়েছে দু’দিন আগেই। ক্যাম্পসহ চেকপোস্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। জনসভায় যোগ দিতে সকাল থেকে স্টেডিয়ামে আসা শুরু করে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী। জনসভায় যোগ দেয়ার পাশাপাশি প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলার ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং চারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সবশেষ ২০১৭ সালের ৬ মে কক্সবাজার গিয়েছিলেন শেখ হাসিনা।