বিএনপির আন্দোলন জনগণই প্রতিহত করবে : কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বিএনপির সহিংস আন্দোলন জনগণই প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আর, সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সমাবেশ দেখে আওয়ামী লীগ নেতাকর্মীরা ভীত নয়।
টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
মন্ত্রী জানান, বাংলাদেশে খাদ্যের যথেষ্ট মজুত রয়েছে। তবে চলমান সংকট নিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে।
সচিবালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির সমাবেশে সরকার সহায়তা করেছে। অথচ বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছে।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী লোডশেডিং নিয়ে যে মন্তব্য করেছেন, সেটা তার ব্যক্তিগত কথা বলে জানান তথ্যমন্ত্রী।