বিএনপিকে ঠেকাতে গিয়ে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে: সালাম
- আপডেট সময় : ১০:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ১৬০৬ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, বিএনপিকে ঠেকাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। বিএনপিকে ঠেকানো যাবে না। এই বিএনপিকে ঠেকাতে গিয়েই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বিএনপিকে ঠেকানোর দুঃসাহস দেখাবেন না।
তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপিকে ঠেকানো মানে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
বৃহস্পতিবার ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের উদ্যোগে চলমান কর্মসূচির দ্বিতীয় দিনে মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার থেকে শুরু করে কৃষি মার্কেট, তাজমহল রোডে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে নূরজাহান রোডে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
সালাম বলেন, অবিলম্বে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কিসের আদালত, কিসের কোর্ট। শেখ হাসিনার আমলে বিচার বিভাগ ছিলো তার অঙ্গ সংগঠন। যেভাবে নির্দেশ দিতেন, সেভাবেই কাজ করছে তারা।
তিনি বলেন, এখন পর্যন্ত যত দূর্যোগে এসেছে বিএনপি সবসময়ই জনগণের পাশে ছিলো। এবারও বন্যার্তদের পাশে সরকারের চেয়ে বিএনপিই জনগণের পাশে এসে দাড়িয়েছে। অবিলম্বে নির্বাচন দিন, নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যার সমাধান সম্ভব নয়।
তিনি আরও বলেন, আদাবর-মোহাম্মদপুরে কোনো চাঁদাবাজের স্থান হবে না। জনগণের মন জয় করে ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতায় আসলে কোনো প্রতিহিংসা নয়, রাজনীতিতে সহবস্থান নিশ্চিত করবে।
ডা. রফিক বলেন, আপনারা সতর্ক থাকুন। ভয়ংকর, ভয়ংকর ষড়যন্ত্র চক্রান্ত হবে। শেখ হাসিনা বসে নেই। এখনো তার মনের মধ্যে দখলদারিত্বের মনোভাব। এ ধরনের একজন ঘাতক নারীকে আশ্রয় দিয়েছে ভারত।
মন্থর গতিতে চলতে থাকা স্বাস্থ্য উপদেষ্টা ডেঙ্গু প্রতিরোধে পর্যাপ্ত প্রয়োজনীয় উপকরণ সরবারহ করতে চূড়ান্ত ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা। এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য সম্পাদক ডা. সায়েম আল মনসুর ফয়েজী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডাঃ আউয়াল, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আল আমিন সহ সভাপতি- রুহুল আমিন, সিনিয়র সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জমান ডাবলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক – রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমদ,আব্দুল আলিমসহ প্রমুখ।