পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দেওয়ার বিষয়ে সবপক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন পরিবহন বিষয়ক টাস্ক ফোর্সের সদস্য শাজাহান খান।
দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন সংক্রান্ত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত টাস্ক ফোর্সের সভা শেষে তিনি এ তথ্য জানান। শাহজাহান খান বলেন বিআরটিএর ৯৩১ জন কর্মীর জনবল কাঠামো রয়েছে। এর মধ্যে ১২২টি পদ এখনও শূন্য আছে। আগামী ৫ মাসের মধ্যে তাদের নিয়োগ দিয়ে সংখ্যা বাড়াতে হবে বলে জনান তিনি।