বায়োজিনের নতুন ব্রাঞ্চের যাত্রা শুরু

- আপডেট সময় : ০৩:০০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ১৫০৮ বার পড়া হয়েছে
জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা যুগল ‘পরীমনি ও রাজ’ দম্পতি ২১ জানুয়ারী ২০২৩ সকালে বায়োজিনের তেরোতম ব্রাঞ্চ এর গ্র্যান্ড ওপেনিং করেছেন। গ্র্যান্ড ওপেনিং উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী প্রীতম হাসান, ব্যান্ড- চিরকুট, মেহের আফরোজ শাওন এবং পূজা চেরী সহ আরো অনেকে। অনুষ্ঠানটির আয়োজকের ভুমিকায় ছিলো ফিয়েমাস ইন্টারন্যাশনাল কমিউনিকেশন লিমিটেড।
বাংলাদেশে অ্যাস্থেটিক বিউটিফিকেশনের পায়োনিয়ার বায়োজিন কসমেসিউটিক্যালস আরো বিস্তৃত পরিধিতে এখন মিরপুর ডিওএইচএসে। মিরপুর ডিওএইচএসে কালচারাল সেন্টারের পঞ্চমতলায় বায়োজিনের নতুন ব্রাঞ্চের যাত্রা শুরু হয়।
বায়োজিন মিরপুর ডিওএইচএস ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং এ দুপুর ১২ টা থেকে উপস্থিত ছিলেন নন্দিত অভিনেত্রী মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানে দর্শকের জন্য মন মাতানো নাচ পরিবেশন করেন অভিনেত্রী পূজা চেরী। বিকেল ৩টায় গান পরিবেশন করেন ইয়াং জেনারেশনের সবচে প্রিয় শিল্পী প্রীতম হাসান। বিকেল ৫টায় মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় ব্যান্ড চিরকুট।
বর্তমানে বায়োজিন কসমেসিউটিক্যালস ইউরোপিয়ান কসমেটিকস এবং প্রিমিয়াম ট্রিটমেন্ট নিয়ে চট্টগ্রাম, রাজশাহী নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট এবং ঢাকার বেশ ক’টি আউটলেটের পর ঢাকার মিরপুর ডিওএইচএস এ শুরু হতে যাচ্ছে বায়োজিনের তেরোতম ব্রাঞ্চের যাত্রা।