বাস খালে পড়ে ১৭ জন মৃত্যু, গ্রেফতার চালক
- আপডেট সময় : ০৮:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে বাস খালে পড়ে ১৭ জন মৃত্যুর ঘটনায় বাস চালক মোহন খান’কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে রেব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার রেব মিডিয়া সেন্টারে পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অতিরিক্ত যাত্রীসহ বেপরোয়া গতিতে গাড়ী চালানোর ফলেই খাদে পড়ে যায় বাসটি। তিনি বলেন, চালক মোহনের হালকা যান চালনোর লাইন্সেস থাকলেও, ভারী যানবাহন চালানোর লাইন্সেস ছিল না।
বাশার পরিবহন নামের যাত্রীবাহী বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকার এক পুকুরে পড়ে যায়। এ দুর্ঘটনায় ৮ নারী, ৬ জন পুরুষ ও তিন শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়। আহত ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পালিয়ে যায় চালক মোহন।
দুর্ঘটনার পর বাসের চালক, সহযোগি ও সুপারভাইজারের নামে মামলা করে ঝালকাঠি পুলিশ। বুধবার বাসের চালক মোহন খানকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করে রেব।
সংবাদ সম্মেলনে রেবের পরিচালক জানান, অতিরিক্ত যাত্রীবহন ও বেপরোয়া গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাস।
গত ৩ বছর ধরে মোহন বিভিন্ন পরিবহনের গাড়ি চালিয়ে আসছিল। হালকা যানবাহন চালনোর লাইন্সেস থাকলেও ভারী যানবাহন চালানোর লাইন্সেস ছিল না চালক মোহনের।
দুর্ঘটনা কবলিত বাসের মিটারও নষ্ট ছিল বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন।