নতুন ভাড়ায় বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। বাড়তি ভাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। পরিবহন ধর্মঘট তুলে নেয়ার পর গণপরিবহনে আগের চেয়ে ৫০ শতাংশ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
যদিও এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটিএ’এর সঙ্গে পরিবহন মালিক সমিতির বৈঠকে মহানগরে ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর এবং মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা এবং দূরপাল্লায় বেড়েছে ৩৮ পয়সা। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে একজন যাত্রীর জন্য প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৪২ পয়সার স্থলে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।