বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
- / ১৫৭২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বন্দর থানার নিমতলা এলাকার একটি বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকাল ১১টার দিকে চট্টগ্রামের বন্দর থানার নিমতলা এলাকার বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মোহাম্মদ আরিফ ও তার ৪ বছরের মেয়ে বিবি ফাতেমা। জিজ্ঞাসাবাদের জন্য আরিফের স্ত্রী ও আরেক নিকট আত্মীয়কে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বুচুইক্যা কলোনির ৩ তলা ভবনের নিচ তলার একটি ঘরে দিনমজুর আরিফের ভাড়া থাকতেন। সকাল সাড়ে ৮ টার দিকে মেয়েকে নিয়ে কলোনীর সামনের একটি চায়ের দোকানে চা খেয়ে ঘরে ফিরে আসেন আরিফ। ১১ টার দিকে ঘরের ভেতরে মরদেহ পড়ে আছে বলে তার স্ত্রী স্থানীয়দের জানায়।পরে পিতা ও কণ্যসহ মরদেহ উদ্ধার করা হয়। দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।