বার বার কাটাছেঁড়া করে সংবিধানের মূল ভিত্তি নষ্ট করেছে সরকার : ফখরুল
- আপডেট সময় : ০৫:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বার বার কাটাছেঁড়া করে ৭২’এর সংবিধানের মূল ভিত্তি নষ্ট করেছে সরকার।
ফলে দিন দিন রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। সিলেট মহানগর বিএনপির সম্মেলনে ফখরুল আরও বলেন, সরকারের নির্যাতন নিপীড়নের প্রতিবাদ জানাতেই আন্দোলনে নেমেছে বিএনপি। এর আগে জাতীয় ও দলীয় পতাকা এবং পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি। ভাত খেতে না পারলে মানুষ কি উন্নয়ন ধুয়ে খাবে? বক্তব্যে এমন প্রশ্নও তোলেন, বিএনপি মহাসচিব। বলেন, বিদ্যুৎ বিভাগকে চুরির হাতিয়ার হিসেবে বেছে নিয়ে ২ মাসে ৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। দ্রব্যমূল্যে দিশাহারা মানুষ। ১০ টাকায় চাল খাওয়ানের কথা বলে ৭০ টাকায় মোটা চাল খাওয়াচ্ছে সরকার। অনুষ্ঠানে দলীয় নেতারা বলেন, দেশে লুটপাটের ধারা প্রচলণ করেছে আওয়ামী লীগ। আর গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি।