বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান বরখাস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাথে এল ক্ল্যাসিকোতে ২-১ গোলের হার এবং ঢিলেঢালা পারফরম্যান্সের পর টনক নড়লো বার্সা বোর্ডের। শেষমেশ রায়োর মাঠে হারের পর মধ্যরাতে কোচ রোনাল্ড কোম্যানকে ডেকে বরখাস্তের চিঠি ধরিয়ে দিলো।
লা লিগায় ১০ ম্যাচ শেষ। বার্সার অবস্থান টেবিলের ৯ নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচ খেলে দু’টিতে হার। বাকি এক ম্যাচে পুচকে ডাইনামো কিয়েভকে হারাতেও ঘাম ছুটে যায় বার্সার। বলা চলে পুরোপুরি খাদের কিনারায় কাতালান ক্লাবটি। দলের প্রতিনিয়ত এমন অধঃপতন একদমই সহ্য হলো না বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তার। রোনাল্ড কোম্যানকে ছাটাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করলেন। ভায়োকানোর মাঠে অঘটনের শিকারের পরই কোম্যানের চাকরি হারানোটা প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিলো।