বারবার আঘাত আসার পরেও ঘুরে দাঁড়িয়েছে বাঙালি জাতি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৫০ বার পড়া হয়েছে
বাঙালি সব অর্জন করেছে ত্যাগের মহিমায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বারবার আঘাত আসার পরেও ঘুরে দাঁড়িয়েছে বাঙ্গালী জাতি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একুশ ফেব্রুয়ারি শিখিয়েছে মাথা উঁচু করে চলতে। তাই আত্মমর্যাদা নিয়ে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। দেশের জন্য নিবেদিত প্রাণ মানুষদের খুঁজে বের করারও আহবান জানান শেখ হাসিনা।
প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিশিষ্ট গুনিজনকে সম্মান জানাতে একুশে পদকের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ২১ কৃতি নাগরিককে একুশে পদক-২০২৪ তুলে দেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী বলেন,বাঙ্গালির সকল অর্জনই ত্যাগের বিনিময়ে এসেছে,বারবার আঘাত আসার পরও এ জাতি ঘুরে দাঁড়িয়েছে। একুশের চেতনা ও আদর্শকে লালন করে বাঙ্গালীকে আত্মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলার প্রত্যয় সরকার প্রধানের। দেশ ও মানুষের জন্য যারা নিবেদিত হয়ে কাজ করে তাদের খুঁজে বের করতে সকলের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। সুশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদও দেন শেখ হাসিনা।