বাসা তৈরির নিপুণ কারিগর বাবুই পাখির অভয়ারণ্যে পরিনত হয়েছে মৌলভীবাজারের কয়েকটি বাড়ি। মনের আনন্দে বাসা বানাচ্ছে আর কলকাকলিতে মুখরিত করে রেখেছে বাড়িগুলো। স্থানীয় জনপ্রতিনিধি জানান, এলাকাবাসী আগলে রেখেছে পাখিগুলোকে।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাসা তৈরির নিপুণ কারিগর বাবুই পাখি আজ বিলুপ্তির পথে। এই সংকটকালে বেশ কিছু পাখি মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই গ্রামের কয়েকটি বাড়িতে আশ্রয় নিয়েছে। তবে, তাল গাছ বাদ দিয়ে সুপারি গাছে বাসা করছে তারা।
বাবুই পাখি ও তার বাসা টিকিয়ে রাখতে সমন্বিত উদ্যোগ নেয়া করা প্রয়োজন বলে মনে করেন, এই জনপ্রতিনিধি।
মানুষের স্বার্থে প্রকৃতির ভারসাম্য ধরে রাখতে বিলুপ্তির হাত থেকে পাখি রক্ষা করতে হবে বলে জানান, পরিবেশী কর্মীরা।
বাবুই পাখির কিচিরমিচির এবং দিনভর ব্যস্ততা উপভোগ করছে এলাকাবাসী।