বাফুফের আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তরফদার রুহুল আমিন

- আপডেট সময় : ০৮:৪৪:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফের আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন। আসন্ন নির্বাচনে কোনো পদেই লড়বেন না এই ক্রীড়া সংগঠক।
টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তরফদার। সরে দাঁড়ানোর বিষয়ে কয়েকদিনের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলেও জানান তিনি। গেলো কয়েক বছর ধরে ফুটবল নিয়ে কাজ করছেন তরফদার রুহুল আমিন। বাফুফে নির্বাচনে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের বিপক্ষে বেশ কিছুদিন আগে প্রতিদ্বন্দ্বিতার ঘোষনা দিয়েও অজ্ঞাত কারনে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। তবে অন্য পদে নির্বাচন করার কথা ছিলা তার। গুঞ্জন ছিলো, সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী হবেন। সভাপতি ছাড়া বাকি ১৯ পদে প্রার্থী দেয়ার কথাও ছিলো তার নেতৃত্বাধীন জেলা ও বিভাগীয় ফুটবল সংস্থার। সেজন্য মঙ্গলবার রাজধানীতে সভা করার কথা থাকলেও, অজ্ঞাত কারণে শেষ মূহুর্তে তা বাতিল হয়। শুধু নির্বাচনই না ফুটবলের সাথেই আর থাকবেননা এই নবীন ক্রীড়া সংগঠক।