বান্দরবানে পর্যটক যাতায়াতে নি’ষেধাজ্ঞা ৫দিন বাড়লো

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১৬৯০ বার পড়া হয়েছে
বান্দরবান পার্বত্য জেলার সীমান্ত এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে চার উপজেলায় পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে।
বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেটের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি এবং ২৩ অক্টোবর থেকে থানচি ও আলীকদম উপজেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য টহল ও গোয়েন্দা কার্যক্রম চলছে। সে প্রেক্ষিতে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয় ৩০ অক্টোবর পর্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।