বাদ এশা আজাদ মসজিদে জানাজা শেষে শাহ মোয়াজ্জেমকে বনানী কবরস্থানে দাফন করা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
বাদ এশা রাজধানীর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেনকে দাফন করা হবে।
বাদ জোহর মোয়াজ্জেম হোসেনের জন্মভূমি মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। তার প্রথম জানাজা বেলা ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। বর্ষীয়ান এই রাজনীতিবিদের রূহের মাগফেরাত কামনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, শাহ মোয়াজ্জেম হোসেনের আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করবে বিএনপি। তিনি সরকারের সমালোচনা করে বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই। অর্থনীতি খাদের কিনারে বলেও মন্তব্য করেন ড. মোশাররফ। শাহ মোয়াজ্জেমের মৃত্যুতে বিএনপি’র অপূরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য করেন, স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান।