বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ চান বগুড়ার মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বাজেটে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে স্বাস্থ্য নিরাপত্তা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে সর্বোচ্চ বরাদ্দ চান বগুড়ার মানুষ। করোনা সংকটে স্বাস্থ্যসেবা উন্নয়নে চান রোগ প্রতিরোধের বিশেষ উদ্যোগ।
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। আবার চলছে চিকিৎসা সংকট। সরকারি হাসপাতালগুলোতে কাঙ্খিত সেবা মিলছে না। ডাক্তার, নার্সসহ জনবল আর আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংকট সবখানেই। করোনাকালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা, সুস্থ জীবন যাপনই এখন বড় চ্যালেঞ্জ।
কর্মহীনদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত আর করের বোঝা কমিয়ে আনার দাবি সাধারণ মানুষের।
বাজেটে স্বাস্থ্যসেবা আরো উন্নত করার দাবি করলেন ডেপুটি সিভিল সার্জন।
আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়ে প্রত্যাশার প্রতিফলন দেখতে চান এ অঞ্চলের মানুষ।