বাজেটে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থায় পর্যাপ্ত বরাদ্দ চান ময়মনসিংহের মানুষ
- আপডেট সময় : ০২:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আসন্ন বাজেট ঘিরে শিল্প-সংস্কৃতির নগরী ময়মনসিংহের মানুষের মাঝে জেগেছে নতুন নতুন প্রত্যাশা। বাজেটে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থায় পর্যাপ্ত বরাদ্দ চান তারা। কর্মসংস্থান তৈরি, বেকার ভাতা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়াসহ করোনায় ক্ষতিগ্রস্থ খাতে বিশেষ বরাদ্দ চান এ অঞ্চলের মানুষ।
আসছে জাতীয় বাজেট ঘিরে বিপুল প্রত্যাশা জেগেছে শিল্প-সংস্কৃতির নগরী ময়মনসিংহবাসীর মাঝে। নতুন বিভাগীয় এই শহরের উন্নয়নে এবারও স্বপ্ন দেখছেন তারা। বিভিন্ন খাতে নতুন করারোপ না করে কৃষিতে ভর্তুকি বাড়ানো ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবি উঠেছে। ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা এবং জেলাওয়ারী বাজেট পেশের দাবি জানিয়েছে ব্যবসায়ী নেতারা।
করোনায় ক্ষতিগ্রস্থ নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক কর্মীদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।
ময়মনসিংহে পর্যাপ্ত বরাদ্দ দিয়ে, সরকার এ অঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখবে বলে আশা করে স্থানীয়রা।