বাজেটে অর্থনীতি শক্তিশালী ও লাভবান হবে প্রান্তিক জনগোষ্ঠি: অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনাও প্রচুর বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এবারের বাজেট বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি আগের তুলনায় আরো শক্তিশালী হবে। প্রস্তাবিত বাজেট প্রান্তিক জনগোষ্ঠির সহায়ক বলেও দাবি করেন তিনি। মন্ত্রী আরো বলেন, পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনলে কাউকে কোন প্রশ্নবিদ্ধ হতে হবে না। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
ঘোষিত বাজেটের বিস্তারিত ব্যাখ্যা দিতে বিকেলে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগ আয়োজন করা হয় বাজেট পরবর্তী এই সংবাদ সম্মেলনের। এতে অর্থমন্ত্রীসহ সরকারের সিনিয়র মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, করোনার পর বাজেট বাস্তবায়নে কঠিন সময় পার করতে হবে। আগামী অর্থবছরে অনেক চড়াই-উৎরাই আসবে বলে জানান তিনি।
প্রস্তাবিত বাজেট প্রান্তিক মানুষের সহায়ক দাবি করে অর্থমন্ত্রী জানান, পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনলে কাউকেই কোনভাবে প্রশ্নবিদ্ধ হতে হবে না।
এসময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, খাদ্য নিয়ে দেশে কোনো হাহাকার নেই।
কঠিন বৈশ্বিক পরিস্থিতিতে একটি ভালো বাজেট হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এক সপ্তাহর মধ্যে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট।






















