আইনের দুর্বলতার কারণে বাজারের সিন্ডিকেট ভাঙ্গা যাচ্ছে না : ভোক্তা অধিকারের মহাপরিচালক
- আপডেট সময় : ০৭:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৬৮২ বার পড়া হয়েছে
ভোক্তা অধিকার রক্ষায় সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। সকালে, ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি জানান, বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান.. সৎ ব্যবসায়ীদের রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতি বা পুরস্কার প্রদানের আহ্বান জানান।
দেশের মানুষ যখন নিত্যপণ্যের মূল্য নিয়ে যুদ্ধ করছে তখন ভোক্তা-অধিকার সচেতনতা নিয়ে শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। ছায়া সংসদের আদলে বিশ্ববিদ্যালয়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ নিয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।কারওয়ান বাজারে ভোক্তা-অধিকারের সম্মেলন কক্ষে কথা বলেন সংশ্লিষ্টরা।
এসময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, বাজার ব্যবস্থা সচল করতে সৎ ব্যবসায়ীদের স্বীকৃতি বা পুরস্কার দিয়ে প্রনোদনার ব্যবস্থা করা দরকার।
অনুষ্ঠানে উপস্থিত ভোক্তা-অধিকার অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আইনের দুর্বলতার কারণে বাজারের সিন্ডিকেট ভাঙ্গা যাচ্ছে না। ব্যবসায়ীরা সঙ্গে না থাকলে বাজার নিয়ন্ত্রণ কখনোই সম্ভব হবে না।
৪ শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ,তেজগাঁও কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি ২ লাখ টাকা এবং রানার আপ দলের জন্য ১ লাখ টাকা নির্ধারণ করে রাখা আছে।