বাজার থেকে হঠাৎ উধাও চিনি
- আপডেট সময় : ১০:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
বাজার থেকে হঠাৎ উধাও চিনি। বেশিরভাগ দোকানেই নেই নিত্যপ্রয়োজনীয় পণ্যটি। দু’এক দোকানে মিললেও ৯০ টাকা কেজির চিনি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এতে চরম ক্ষুব্ধ ক্রেতারা। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে, কারসাজিতে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। দু-তিন দিনের মধ্যে দাম কমবে।
হঠাৎ অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের চিনির বাজার। সংকটের কথা বলে, সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে ১৫ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রতি কেজি চিনি।
উদ্ভুত পরিস্থিতিতে, রাজধানীর কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে চিনির দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। তবে এ দায় নিতে নারাজ খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন, সুগার মিল মালিকদের সিন্ডিকেটের কারনে বেড়েছে দাম।
চিনি নিয়ে অসাধু কারসাজিতে জড়িতদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক।
আগামী দুএক দিনের মধ্যে চিনির বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আশার কথা বলেন এএইচ এম সফিকুজ্জামান।