বাজারে ময়েশ্চার বিউটি সোপ আনল এসিআই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস বাজারে নিয়ে এসেছে নতুন ব্যালান্সড ময়শ্চার বিউটি সোপ ‘লিয়োনা’। নতুন পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর কামরুল হাসান, বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমেদসহ অনেকে। তাঁরা পণ্যটির ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রত্যাশার কথা অনুষ্ঠানে ব্যক্ত করেন।
লিয়োনা বিউটি সোপ বাজারে পাওয়া যাবে রোজ অ্যান্ড গ্লিসারিন এবং কোকোনাট মিল্ক- এই দুটি ভ্যারিয়েন্টে। এর মূল বিশেষত্ব হলো ত্বকের আর্দ্রতার সামঞ্জস্য বজায় রাখা এবং ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করা। নতুন পণ্যটি গ্রাহকদের প্রত্যাশা পূরণে যথাযথ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।