বাগেরহাটে দুই বংশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোল্লাহাটে দুই বংশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে পান্না মোল্লা নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় পুলিশ সদস্যসহ আহত হয়েছে আরও অন্তত ৩০ জন।
গতরাতে উপজেলার উদয়পুর ইউনিয়নের মোল্লারকুল গ্রামে ঘণ্টাব্যাপী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোল্লাহাট থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়েক কাজী ও শাহজাহান খাকি গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের লোকজন লাঠিসোটা, ধারালো অস্ত্র, বল্লম ও বন্দুক নিয়ে একে অপরের উপর হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা করলে, অতর্কিত হামলায় ৬ পুলিশ সদস্যও আহত হয়।