‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৩’ পেলো নাহারিন চৌধুরী
- আপডেট সময় : ০৫:২২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম (বাইফা) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার নাহারিন চৌধুরী। ফ্যাশন ডিজাইনিং শিক্ষক হিসেবে তার অনবদ্য নৈপুণ্যতার জন্য এই সম্মাননা দেওয়া হয়। শনিবার (৪ মার্চ) রাতে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। আর সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম জামাল উদ্দিন।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে ফ্যাশন ডিজাইনার নাহারিন চৌধুরী বলেন, ‘এত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ যদি কোনো পুরস্কার আসে তাহলে খুব ভালো লাগে। মনে হয় কষ্টটা সার্থক হলো। এছাড়াও প্রতিটা পুরস্কার প্রাপ্তিই আনন্দের। তবে এই পুরস্কার আমাকে আরও সামনের দিনগুলোকে কঠোর পরিশ্রম করতে উৎসাহ যোগাবে। এটা যেমন দায়বদ্ধতা বাড়িয়ে দিল, সেই সঙ্গে নতুন সূচনা। আমার এই সম্মাননা আমি আমার সব ছাএ-ছাএীদের ও শিক্ষকদের উৎসর্গ করতে চাই।
নাহারিন চৌধুরী ছাড়াও আরও সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী মমতাজ বেগম, পরিমনি, বিদ্যা সিনহা মিম, মেহজাবিন চৌধুরী, আজমেরী হক বাঁধন, জিয়াউল ফারুক অপূর্ব, প্রার্থনা ফারদিন দীঘি সহ আরও অনেকে।
উল্লেখ্য, নাহারিন চৌধুরী খুব অল্প সময়েই অসাধারণ কাজের মাধ্যমে বাংলাদেশের ফ্যাশন জগতে গড়ে নিয়েছেন নিজের শক্ত অবস্থান। বর্তমানে ওকোড বাই এনার্জিপ্যাকের হেড অব অপারেশন অ্যান্ড ইনোভেশন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি যুক্ত আছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে শিক্ষকতা পেশায়।