বাংলা চলচ্চিত্র “মনোলোক” এর শুভ মহরত অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র “মনোলোক” এর মহরত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সকালে রাজধানীর গুলশান ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর।
হাফিজ আলম বক্সের প্রযোজনায়, শহীদ রায়হান পরিচালনায় “মনোলোক” সিনেমায় অভিনয় করবেন চলচ্চিত্র অঙ্গনের এক গুচ্ছ খ্যাতিমান অভিনয় শিল্পীরা। তাদের মধ্যে নিপুন, ফজলুল রহমান বাবু, দিপা খন্দকার, সমু চৌধুরীসহ আরো অনেকেই। বর্তমান সংকটময় প্রেক্ষাপটে সিনেমাটি দর্শক নন্দিত হবে বলে জানান নির্মাতারা। অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান নুর জানান, স্বাধীনতা উত্তর দেশের রাজনৈতিক প্রবাহ, স্বাধীনতার পক্ষ-বিপক্ষের বিরাজমান মতবিরোধ এবং রাজনৈতিক জীবনে তাঁর প্রতিফলন ঘটবে।