বাংলাদেশ স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে এগোচ্ছে : ড. তোফায়েল আহমেদ
- আপডেট সময় : ০৮:২৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
উইনার্স টেকস অল-এই নীতির কারণে বাংলাদেশ স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। তিনি বলেন, এমন পরিস্থিতিতে প্রয়োজন রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার। বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় এমন কথা বলেন তিনি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ৩ দলীয় জোটের রূপরেখা নিয়ে নতুন করে ভাবতে হবে বলেও মত দেন ড. তোফায়েল।
যাঁদের শ্রমে ঘামে দেশের অর্থনীতি এগিয়ে যায়, তারাই থাকে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এমনটাই যেন নিয়তি প্রবাসী বাংলাদেশি তথা রেমিট্যান্স যোদ্ধাদের । যাদের নেই কোন ভোটাধিকার কিংবা নাগরিক সুবিধা। সরকারি হিসেবে এক কোটি ৩০ লাখ হলেও, বেসরকারি হিসেবে প্রবাসে অবস্থান করছে কয়েকগুণ বেশি বাংলাদেশি।
এমন বাস্তবতায় বাংলাদেশ সাপোটার্স ফোরাম আয়োজিত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানান স্থানীয় সরকার বিশেষজ্ঞ। ড. তোফায়েল আহমেদ।
তিনি বলেন, সাংবিধানিক সংস্কারের অভাবেই স্বৈরতান্ত্রিক শাসনের গ্যাড়াকলে বাংলাদেশ।
দেশের গণতন্ত্রকে সুসংহত করতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিকল্প নেই বলেও মত দেন ড. তোফায়েল আহমেদ।